রবিবার ১৩ জুলাই ২০২৫ - ১১:৫৯
ইমাম খামেনেয়ীর প্রতি সমর্থন ও বেলায়াত-এ-ফকিহের পক্ষে দৃপ্ত অঙ্গীকার

সত্য এসেছে আর মিথ্যা বিলীন হয়েছে। নিশ্চয়ই মিথ্যা সবসময়ই বিলীন হবার।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

وَ قُلْ جاءَ الْحَقُّ وَ زَهَقَ الْباطِلُ إِنَّ الْباطِلَ كانَ زَهُوقاً

“আর বলো, সত্য এসেছে আর মিথ্যা বিলীন হয়েছে। নিশ্চয়ই মিথ্যা সবসময়ই বিলীন হবার।”
(সূরা ইসরা, আয়াত ৮১)

ইসলামি বিপ্লবী মহান নেতার পবিত্র দরবারে
মহান আয়াতুল্লাহ আল উজমা ইমাম খামেনেয়ী (দামা যিল্লুহু আলি)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

হে বিশ্ব মুসলিম উম্মাহর নেতা, হে ইসলামের মর্যাদার ধারক, হে প্রজ্ঞাবান ফকিহ ও দূরদর্শী মারজাআ,
আমরা, অন্তরের গভীর থেকে ঈমান, ভক্তি ও অটল বিশ্বাস নিয়ে, আপনার মারজাআইয়াত (ধর্মীয় নেতৃত্ব), নেতৃত্ব ও বেলায়াতকে (অধ্যাত্মিক অভিভাবকত্ব) সমর্থন করি এবং আপনার জ্ঞানগর্ভ ও আলোকিত নির্দেশনার প্রতি আনুগত্যকে আমাদের জন্য একটি ধর্মীয়, বুদ্ধিবৃত্তিক ও বিপ্লবী কর্তব্য মনে করি।

এমন এক সময়ে যখন কুফর ও নিফাকের জোট তাদের সমস্ত শক্তি, মিডিয়া এবং রাজনৈতিক উপায় দিয়ে বেলায়াত-এ-ফকিহ ও শিয়া মারজাআইয়াতের মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে, আমরা জোর দিয়ে ঘোষণা করছি:
"বেলায়াত-এ-ফকিহ মুসলিম উম্মাহর লাল রেখা এবং ইমাম খামেনেয়ী হলেন বিশ্বের নিপীড়িত জাতিসমূহের মর্যাদা, স্বাধীনতা ও প্রতিরোধের পতাকাবাহক।"

শক্তির অপব্যবহার, নিষেধাজ্ঞা ও মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে ইসলামের শত্রু ও বৈশ্বিক সন্ত্রাসী শক্তি যেমন জায়নবাদ ও সাম্রাজ্যবাদ যেভাবে আপনার রাহবারি (নেতৃত্ব) ও মারজাআইয়াতকে সীমিত করার চেষ্টা করছে, তা কেবল তাদের দুর্বলতা ও হতাশারই পরিচয় বহন করে না, বরং প্রমাণ করে যে, বিশ্বের ঘটনাপ্রবাহে একজন ওলীয়ে ফকিহের প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা কতটা প্রভাব বিস্তার করছে।

আমরা এইসব বৈরী, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি এবং খাঁটি বেলায়াতের পথ এবং ইসলামী বিপ্লবের মহান নেতার প্রতি আমাদের নিঃশর্ত সমর্থন ও আনুগত্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি যে, তিনি আপনার পবিত্র ও আলোকিত ছায়া সমগ্র মুসলিম উম্মাহর ওপর কায়েম রাখুন, যতক্ষণ না আমাদের প্রিয় ইমাম হুজ্জাত (আ.জ.) প্রকাশ লাভ করেন।

ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

সৈয়দ ইব্রাহিম খালিল রেজভী

ডিরেক্টর, সেন্টার ফর ইসলামিক স্টাডিজ, খুলনা, বাংলাদেশ
সভাপতি, শূরা উলামায়ে ইমামিয়া বাংলাদেশ

আপনার কমেন্ট

You are replying to: .
captcha